Sunday, August 31, 2014

How To Install Kali Tools & BackBox Tools & BackTrack Tools on Ubuntu 14.04 | 13.04 | 12.04

If you are Ubuntu lover and wants to use all Backtrack and Kali Linux tools & BackBox Tools like Airmon-ng, Aircrack-ng , WpScan , Metasploit tools, then this tutorial is for you. You can easily install and configure all backtrack and Kali Tools in Ubuntu.

Commands used in this video:
http://www.iexplo1t.com/2014/04/how-t...

Follow Me
http://www.iExplo1t.com
https://www.facebook.com/iExplo1t
http://goo.gl/rPslZK (iExplo1t App)

Don't forget to subscribe as it's FREE.
https://www.youtube.com/user/iexplo1t...

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Tɦǟռӄ Ƴօʊ ▬▬▬▬▬▬▬▬▬▬▬

How To Install Kali Tools and BackBox Tools and BackTrack Tools on Ubuntu

Saturday, August 30, 2014

পিসি হ্যাকিং

আমরা পিসি হ্যাক করার জন্য ট্রোজান হর্স (এক প্রকারের ভাইরাস) ব্যবহার করব।ট্রোজান হর্সকে গুপ্তচরের সাথে তুলনা করতে পারেন।এর কাজ অনেকটা গুপ্তচরের মতই।

১.এখন আমাদের কাজ একটি ট্রোজান হর্স বানানো যেটি  তার দ্বারা আক্রান্ত হওয়া পিসিকে আপনার আয়াত্তে এনে দিবে।আসেন একটি ট্রোজান হর্স বানাই।প্রথমে এন্টিভাইরাস বন্ধ করে নিচের সফ্টওয়ারটি ডাওনলোড করেন।

www.prorat.net/downloads.php

২.কথায় আছে না লোহায় লোহা কাটে।তেমনি ট্রোজান ট্রোজানকে বানায়।যে সফটওয়ারটি ডাওনলোড করলেন সেটিও একটি ট্রোজান।এজন্য এন্টিভাইরাস বন্ধ করতে বললাম।কিন্তু ভয় পাবার কোন কারণ নেই।এটি গুপ্তচরবৃত্তি করে না এবং পিসির কোন ক্ষতিও করে না।

ডাউনলোড করা ফাইলটি আনজিপ করেন।দেখবেন একটি ফাইল আছে Prorat নামে।ঐ ফাইলটি ওপেন করলে

নিচের মত দেখাবে।

---> (img:301256493328595)৩.এখন নিচের মত Create>Create Prorat Server এ দেন।--->(img:301256783328566)৪.আপনার আইপি এড্রেসটি দেন প্রথম খালি বক্সটিতে।আইপি না জানলে myipaddress.com থেকে আইপি জেনে নিন।তারপরেরটিতে আপনার ইমেইল আইডি দেন।এই ইমেইল আইডিতে আক্রান্ত পিসির যাবতীয় তথ্য আসবে।--->(img:301257516661826)

৬.Bind with a file এ ক্লিক করুন।Bind server with a file এ টিক চিহ্ন দেন।Select file এ ক্লিক করুন।এখন এমন একটি ফাইল সিলেক্ট করেন যেটা যে কেউ দেখা মাত্রই ওপেন করে। এক্ষেত্রে আপনি আগে থেকেই কোন ফাইল বানিয়ে রাখতে পারেন।৭.এরপরের কাজ সহজ।Server extention এ কিছু করা দরকার নেই।Server Icon থেকে একটা সুন্দর আইকন সিলেক্ট করে ট্রোজান সার্ভার তৈরি করে ফেলুন।

৮.কাজ প্রায় শেষ। যার পিসি হ্যাক করতে চান তার পিসিতে ট্রোজানটি রান করাতে হবে।এজন্য ট্রোজানটি কোন ফ্রি হোস্টিং সাইটে(www.mediafire.com , www.ziddu.com etc ) আপলোড দিয়ে যার পিসি হ্যাক করতে চান তাকে লিঙ্ক দিয়ে দেন।সে ট্রোজানটি ডাউনলোড করে চালালেই কেল্লাফতে।তার পিসির সাথে যা ইচ্ছা করতে পারবেন।কিভাবে করবেন আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি।চিত্র দেখুন।দেখেন আপনার হাতে কত অপশন।আপনি তার পাসওয়ার্ড চুরি থেকে শুরু করে তার হার্ডডিস্ক পর্যন্ত ফরমেট করতে পারবেন।

--->(img:301258406661737)

    কি মজা তাই না?আরে মজা পরে আগে সতর্কতা দেখে নেন।



সতর্কতা :যে ট্রোজান সার্ভারটা বানিয়েছিলাম কোন অবস্থাতেই এটি খুলে দেখতে যাবেন না।তাহলে কিন্তু আপনি নিজেকেই নিজে হ্যাক করে ফেলবেন।আর আপনার পিসিরও ক্ষতি হতে পারে।

প্রথমবার করার সময় একটু সাবধান হয়ে অপশনগুলো ব্যবহার করবেন।

যে সব প্রশ্ন আপনাদের থাকতে পারে:-

ক.প্রশ্ন:যে লোককে ট্রোজান পাঠিয়েছেন সে লোক পিসি অন করলে আপনি বুঝবেন কিভাবে?

ক.উত্তর:সে লোক পিসি অন করে যখনই ইন্টারনেট কানেক্ট করবে তখনই ট্রোজানটি আপনাকে ইমেইল করে জানিয়ে দিবে।

খ.প্রশ্ন:সে লোকের পিসিতে ইন্টারনেট না থাকলে কি হ্যাক করতে পারবেন না?

খ.উত্তর:না,পারবেন না।কারণ তখন আপনি ট্রোজান সার্ভারটিকে কোন কমান্ড দিতে পারবেন না।

গ.প্রশ্ন:এর মাধ্যমে কি ফেসবুক আইডি হ্যাক করা যাবে?

গ.উত্তর:হ্যা,সব ধরনের আইডি হ্যাক করা যাবে।

আরও প্রশ্ন?নিচে কমেন্টে জানান

এখন করেন মজা। :D

বানাই দিব আপনাদেরও হ্যাকার।আর এখন যত অবৈধ প্রতিষ্ঠান আছে সবগুলাকে শিক্ষা দিতে থাকেন।কারো খুব বেশি ক্ষতি করবেন না।

ট্রেইনার:-Banglar VoOt


ফেসবুকের ফটো ভেরিফিকেশন বাইপাস করুন সবচেয়ে সহজে

মাত্র ১০ মিনিটে আপনার ফটো ভ্যারিফিকেশন ঠিক করুন:
জাপান আইপির মাধ্যমে ১০ মিনিটে ফেসবুক ফোটোভেরিফিকেশন ঠিক করা

[আসসালামু আলাইকুম,
শুরুতেই বলে রাখি এটা স্বতন্ত্র কোন পোষ্ট নয়! এটা পিসি হেল্পলাইন বিডিতে  “মাত্র ১০ মিনিটে ফেসবুকের ফোটোভেরিফিকেশন বাইপাস করুন” লেখাটির বর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ মাত্র ।

ফেসবুক ব্যাবহারকারিদের প্রধান সমস্যা ফটো ভেরিফিকেশন, অধিকাংশ লোকই যার সমাধান জানেন না।
এই ফটো ভেরিফিকেশন বাইপাস করার বহুত পদ্ধতি আছে। আজ আমরা দেখব জাপানি প্রক্সির মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে ফটো ভেরিফিকেশন ঠিক করা।
আর কথা না বাড়িয়ে চলুন কাজে হাত দেয়া যাক ।

শুরুতে অপনাকে জাপানের একটি আইপি নিতে হবে এক্ষেত্রে আপনি http://spys.ru/free-proxy-list/JP এখানে গেলে অনেক আইপি পাবেন একটি নিলেই হবে ।

এবার পিসি ইউজার হলে আপনার মজিলা ফায়ার ফক্স এর Tools–Options—Advance—Network—Settings—Manual Proxy Configurations এ যান, Proxy & port এ এগুলো দিন Proxy: 157.7.152.61 Port: 3128

আর মোবাইল ইউজার হলে UC browser এর settings — Network — Proxy server এ যান, এখানে প্রথম বক্সে লিখুন 157.7.152.61:3128 আর দ্বিতীয় বক্সে m.facebook.com

আপনি এখানে যেকোন জাপানি আইপি+পোর্ট ব্যাবহার করতে পারেন। এবার ওকে করুন.
এখন m.facebook.com এ যান, এরপরে আপনার একাউন্টে লগ ইন করুন এর পর এরকম দেখতে পাবেন

]
এতে কোন কষ্টই নেই। এর জন্য আপনাকে জাপানের একটি আইপি পেতে হবে এক্ষেত্রে গুগুল সার্চ দিলে অনেক পাবেন।

একটি নিলেই হবে তার পরে আপনার মজিলা ফায়ার ফক্স এর


Tools–Options—Advance—Network—Settings—Manual Proxy Configurations

এ এই 157.7.152.61 Port: 3128


এখানে অন্য জাপান আইপিও ব্যাবহার করতে পারেন। এবার ওকে করুন .


এখন m.facebook.com এ যান এরপরে আপনার ফোন ইমেল অবাং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
এর পর এরকম চিত্র দেখতে পাবেন



ছবি ( http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/06/Screenshot_31-300x177.jpg )


এখানে আপনার মেইল অথবা নাম্বার দেন এরপর যা দিয়ে আইডি খুলছেন


http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/06/Screenshot_41-300x147.jpg 

নিচের ছবির মত কাজ করেন

http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/06/Screenshot_5-300x175.jpg
 

http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/06/Screenshot_6-300x177.jpg


http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/06/Screenshot_7-300x141.jpg
এখন যেই নাম্বার দিয়ে আপনি ফেসবুকে খুলেছিলেন সেই নাম্বারে কোড যাবে আর কোড দিলেই আপনার ফেসবুক খুলে যাবে।

Full Details More : http://www.tunerpage.com/archives/407901

Friday, August 29, 2014

uva 11933 - Splitting Numbers: Algorithm and solve code C++

Algorithm:
uva 11933 - Splitting Numbers

This is a simple problem the operation of splitting a binary number n into two numbers a(n), b(n) .
you need to convert decimal to binary format for a given number and from that binary format create two numbers
a(n) and b(n). To build first value a(n) need to choice 1st  1  ,3rd  1, 5th  1,..... so on same position of original binary format other position fii by the value 0.
To build second value b(n) need to choice 2nd  1  ,4th  1, 6th  1,..... so on same position of original binary format other position fill by the value 0.
for example:
n=13
1     1     0     1    binary format
3     2     1     0    index

1(3rd 1)  0    0   1(1st 1)  For a(n)

0   1(2 nd 1)  0    0           For b(n)

So a= 9 and b=4

Problem :uva 11933
Link: http://uva.onlinejudge.org/index.php?option=com_onlinejudge&Itemid=8&page=show_problem&problem=3084

Solve Code:

#include <algorithm>
#include <cstdio>
#include <cmath>
#include <iostream>
#include<stdio.h>
#include<stdlib.h>

using namespace std;

int main()
{
    int n,even,temp1,c,sum;
    while(scanf("%d",&n)==1)
    {

        if(n==0)
            break;
        temp1=n;
        c=0;
        even=0;
        sum=0;
        while(temp1!=0)
        {
            if(temp1%2==1)
            {
                even++;
                if(even%2==1)
                {
                    sum+=pow(2,c);
                }
            }
            temp1/=2;
            c++;
        }
        printf("%d %d\n",sum,n-sum);
    }
    return 0;
}