Saturday, August 30, 2014

ফেসবুকের ফটো ভেরিফিকেশন বাইপাস করুন সবচেয়ে সহজে

মাত্র ১০ মিনিটে আপনার ফটো ভ্যারিফিকেশন ঠিক করুন:
জাপান আইপির মাধ্যমে ১০ মিনিটে ফেসবুক ফোটোভেরিফিকেশন ঠিক করা

[আসসালামু আলাইকুম,
শুরুতেই বলে রাখি এটা স্বতন্ত্র কোন পোষ্ট নয়! এটা পিসি হেল্পলাইন বিডিতে  “মাত্র ১০ মিনিটে ফেসবুকের ফোটোভেরিফিকেশন বাইপাস করুন” লেখাটির বর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ মাত্র ।

ফেসবুক ব্যাবহারকারিদের প্রধান সমস্যা ফটো ভেরিফিকেশন, অধিকাংশ লোকই যার সমাধান জানেন না।
এই ফটো ভেরিফিকেশন বাইপাস করার বহুত পদ্ধতি আছে। আজ আমরা দেখব জাপানি প্রক্সির মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে ফটো ভেরিফিকেশন ঠিক করা।
আর কথা না বাড়িয়ে চলুন কাজে হাত দেয়া যাক ।

শুরুতে অপনাকে জাপানের একটি আইপি নিতে হবে এক্ষেত্রে আপনি http://spys.ru/free-proxy-list/JP এখানে গেলে অনেক আইপি পাবেন একটি নিলেই হবে ।

এবার পিসি ইউজার হলে আপনার মজিলা ফায়ার ফক্স এর Tools–Options—Advance—Network—Settings—Manual Proxy Configurations এ যান, Proxy & port এ এগুলো দিন Proxy: 157.7.152.61 Port: 3128

আর মোবাইল ইউজার হলে UC browser এর settings — Network — Proxy server এ যান, এখানে প্রথম বক্সে লিখুন 157.7.152.61:3128 আর দ্বিতীয় বক্সে m.facebook.com

আপনি এখানে যেকোন জাপানি আইপি+পোর্ট ব্যাবহার করতে পারেন। এবার ওকে করুন.
এখন m.facebook.com এ যান, এরপরে আপনার একাউন্টে লগ ইন করুন এর পর এরকম দেখতে পাবেন

]
এতে কোন কষ্টই নেই। এর জন্য আপনাকে জাপানের একটি আইপি পেতে হবে এক্ষেত্রে গুগুল সার্চ দিলে অনেক পাবেন।

একটি নিলেই হবে তার পরে আপনার মজিলা ফায়ার ফক্স এর


Tools–Options—Advance—Network—Settings—Manual Proxy Configurations

এ এই 157.7.152.61 Port: 3128


এখানে অন্য জাপান আইপিও ব্যাবহার করতে পারেন। এবার ওকে করুন .


এখন m.facebook.com এ যান এরপরে আপনার ফোন ইমেল অবাং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
এর পর এরকম চিত্র দেখতে পাবেন



ছবি ( http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/06/Screenshot_31-300x177.jpg )


এখানে আপনার মেইল অথবা নাম্বার দেন এরপর যা দিয়ে আইডি খুলছেন


http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/06/Screenshot_41-300x147.jpg 

নিচের ছবির মত কাজ করেন

http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/06/Screenshot_5-300x175.jpg
 

http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/06/Screenshot_6-300x177.jpg


http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/06/Screenshot_7-300x141.jpg
এখন যেই নাম্বার দিয়ে আপনি ফেসবুকে খুলেছিলেন সেই নাম্বারে কোড যাবে আর কোড দিলেই আপনার ফেসবুক খুলে যাবে।

Full Details More : http://www.tunerpage.com/archives/407901

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home